বৃষ্টিতে আধাঘণ্টা বন্ধ মেট্রোরেল, যাত্রীদের ভোগান্তি

রাজধানীতে বৃষ্টির মধ্যে ‘কারিগরি জটিলতায়’ মেট্রোরেল আধা ঘণ্টা বন্ধ ছিল। ফলে ইফতারের আগে ভোগান্তিতে পড়েছে মানুষ। অফিস ছুটির সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় পুরো স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি হয়। এরপর ট্রেনটি মতিঝিল থেকে ৪টা ৪৮ মিনিটে উত্তরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এসে থেমে যায়।

আরও পড়ুন >>  ১৭ বছর পর সুদ হার বাড়ানোর ঘোষণা জাপানের

বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, শতশত মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি স্টেশনের কাস্টমার সার্ভিস অফিসার শরিফ সরদার গণমাধ্যমকে জানান, ‘বৃষ্টি হয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেন কিছুক্ষণ বন্ধ ছিল।’

বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

ইবাংলা/এসআরএস