৪ দিনের সফরে আগামী (সোমবার) ২৫ মার্চ বাংলাদেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এই সফরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন ভুটানের রাজা।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগসহ অন্তত তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আকাশপথে ঢাকায় এসে সড়কপথে ভুটানে ফিরে যাবেন রাষ্ট্রীয় এই অতিথি।
আরও পড়ুন >> দেশের মানুষের গড় আয়ু কমেছে
মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল বন্ধুরাষ্ট্র ভুটান। সময়ে-অসময়ে বন্ধুত্বের হাত বাড়ানো দেশটির সর্বোচ্চ নেতৃত্ব সোমবার সকালে ঢাকায় আসবেন। বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ভুটানের রাজার সফরে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়ন হবে। বাংলাদেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের জন্য কুড়িগ্রামে ভুটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেয়া হয়েছে। রাজার এই সফরে এ বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সই হবে। এ ছাড়া ভুটানের একটি হাসপাতালে বার্ন ইউনিট করে দেয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এবং আশা করা হচ্ছে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত এই সফরে নেয়া হবে।
ইবাংলা/এসআরএস