সরকারি-বেসরকারি অনেক ওয়েবসাইট ডাউন

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট কাজ করছে না। ফলে সেবা গ্রহণে ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা। বুধবার (৩ এপ্রিল) সকাল থেকেই এ সমস্যা দেখা দিচ্ছে।

এ বিষয়ে রাজধানীর এক বাসিন্দা বলেন, সকাল থেকে আবহাওয়ার তথ্য জানতে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছি। কিন্তু শত চেষ্টা করেও পারিনি। যতবারই ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করি, শুধু লেখা আসে ‘দ্য সাইট ক্যান নট বি রিচড।’

এদিকে ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, মূলত দেশের ভার্চ্যুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি এবং ডট বাংলা, এই ৩ ডোমেইনে থাকা সব সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলো অনলাইনে অ্যাভেইলেবেল দেখাচ্ছে না। সকালের দিকে সমস্যা থাকলেও এখন তা কিছুটা শিথিল হতে শুরু করেছে।

এছাড়া বিটিসিএল সূত্রে জানা গেছে, ত্রুটি সমাধানে ইতোমধ্যে কাজ শুরু করেছেন প্রকৌশলীরা। দ্রুতই সমস্যা সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।