ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর সরাসরি হামলা

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে । এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তাসংস্থা।

আরও পড়ুন…এখন পর্যন্ত ভিসা হয়নি ৩১ হাজারের বেশি হজযাত্রীর

শনিবার (১১ মে) এ হামলা চালায়। হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার।

শুক্রবার (১০ মে) লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এরপরের দিন শনিবার (১১ মে) ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহর যোদ্ধারা।

ইসরায়েলি বিমান হামলা একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে আঘাত হানে। লেবাননের তায়ার হারফাতে অবস্থিত। ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী প্রাণ হারান।

ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহর যোদ্ধারা সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের ‘নজরদারি স্থাপনায়’ হামলা চালিয়েছে। তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহও। হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে। কেননা দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে।

ইবাংলা/ বা এ

ইসরায়েলিঘাঁটিতেহামলা