শান্তি চুক্তি বিবেচনা করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিলে শান্তি চুক্তির বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে ইসরায়েল।দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (৩১ মে) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।ইসরায়েলের ওই কর্মকর্তা জানায়, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না।

এর আগে, বৃহস্পতিবার হামাসের হাইকমান্ড একটি বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে চাই না। তবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য হামাস ‘সম্পূর্ণ প্রস্তুত’।

হামসের এই বিবৃতির পরেই ইসরায়েলের ওই কর্মকর্তা তাদের অবস্থান স্পষ্ট করেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অন্তত ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।দখলদারদের এই হামলায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ১০৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

ইবাংলা বাএ

বিবেচনা করবে ইসরায়েল