ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র কেবল উত্তাপ বাড়ছে ভোটের মাঠে। ক্ষমতাসীন দলের প্রার্থী, বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র একে অন্যের প্রতি অভিযোগেরও যেন শেষ নেই। ঘটছে হামলা-মামলার ঘটনাও। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ভোটাররা। আর বরাবরের মতোই নির্বাচন কমিশনের আশ্বাস, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি নিচ্ছেন তারা।
পাবনা সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের নির্বাচনী পরিবেশ এখন থমথমে। সহিংসতায় জ্বলছে মোটরসাইকেল, ভাঙছে ঘর-বাড়ি। দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের মহড়া নিত্যদিনের। এ নিয়ে একে অন্যের ওপর দোষারোপের যেন শেষ নেই।
হাটখালী ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রউফ বলেন, নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে, তাই এটা ঠেকানোর জন্য নৌকাকে বিভক্ত করার চেষ্টা চলছে। নৌকার অপপ্রচার করার জন্য তারা এ সমস্ত মিথ্যা বানোয়াট কথা বলছে।
সুজানগর মানিকহাট ইউপি স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী মল্লিক বলেন, তারা যেভাবে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, তারা জোর করে ভোট নেবে এমন করে সমস্ত মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।
প্রার্থী-সমর্থকদের বাগবিতন্ডায় আতঙ্ক-উৎকণ্ঠায় ভোটাররা। স্থানীয়রা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব, যাকে খুশি তাকে দেব। যার ইচ্ছা তাকে দেব, তাতে কোনো বাধা থাকবে না। এদিকে প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগের পুরনো বৃত্তে ঘুরপাক খাচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ। এলাকার ১৫টি ইউনিয়নে বাড়ছে সহিংসতার শংকা।
শাহাদাত হোসেন রশিদ বলেন, অস্ত্রসহ তারা এখানে মিছিল করে। আইনশৃঙ্ক্ষলা বাহিনীকে বারবার বলা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের ভূমিকা দেখা যায়নি। ওহিদ উল্যাহ্ বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভোটকেন্দ্রে মারামারি হলে আমরা যেতে পারি না। সুষ্ঠু ভোট হলে আমরা কেন্দ্রে যাই সুন্দর মত ভোট দিয়ে আসি। সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন ভালো চেয়ারম্যান হয়ে আসুক এটাই আমরা সবাই চাই।
নির্বাচন ঘিরে প্রার্থীদের বাইরে রাজনৈতিক নেতাদের বেফাঁস বক্তব্য উত্তাপ ছড়াচ্ছে কুষ্টিয়ার ভোটের মাঠে। কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন, ওই ইনুর দোসর হামিদুলকে যেখানে পাবেন সেখানে পিটাবেন। আপনারা যদি না পারেন আমি কথা দিয়ে যাচ্ছি ১২ তারিখের পরে আমি যেখানে পাব ওর চামড়া আমি তুলে নিব।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের প্রত্যাশা সাধারণ ভোটারদের।
ইবাংলা/জেডআরসি/১০ নভেম্বর, ২০২১