বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জাতীয় শ্রমিক লীগের

ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটিসহ ঢকা উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

শুক্রবার (০৭ জুন) সকাল ০৯ টায় ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক সনদ ৬ দফা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শ্রমিক লীগ।

আরও পড়ুন…স্বাধীনতা আন্দোলনের মাইলফলক ছিলো ৬ দফা : ওবায়দুল কাদের

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে.এম, আযম খসরুর নির্দেশনায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক এ.টি.এম. ফজলুল হক, অর্থ বিনয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ ডাকুয়া, নগর নেতা মোঃ ইব্রাহীম, মোঃ জাকির হোসেন, আনোয়ার হোসেন মনির, মোঃ আব্দুর রাজ্জাক মাদবর ও কাজী সেলিম সরোয়ার, ইস্রাফিল হাওলাদারসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন জাতীয় ইউনিয়ন, বেসিক ইউনিয়ন, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসন-শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে ৬ দফা দাবি উত্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এরপর তিনি ঢাকায় এসে ৬ দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন এবং বাংলার আনাচে-কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণের সামনে ৬ দফার গুরুত্ব তুলে ধরেন। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে পূর্ব বাংলার জাতীয় মুক্তির সনদ হয়ে ওঠে ৬ দফা।

১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবীর সমর্থনে দেশব্যাপী তীব্র গণআন্দোলনে তেজগাঁও এর শ্রমিক নেতা মনু মিয়াসহ ১২ জন শ্রমিক শহীদ হন।

এরপর সামরিক জান্তা আইয়ুব খানের সরকার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ। ৬ দফার সেই আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ লাভ করে। মূলত বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা। যা স্বাধীনতার মাইলফলক।

ইবাংলা/বা এ

জাতীয়লীগেরশ্রমিক