বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে ১১ পর্বের অ্যানিমেশন সিরিজ ‘খোকা’। আইসিটি বিভাগের আওতাধীন মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন” প্রকল্পের উদ্যোগে নির্মিত সিরিজে উঠে এসেছে বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত ঘটনা। সারাদিন ব্যপি সিরিজটির মোট ৫ টি প্রদর্শনী আয়োজিত হবে।
প্রদর্শনীগুলো যথাক্রমে সকাল ১০:৪৫, দুপুর ১:৩০, বিকাল ৩:৪৫, বিকাল ৫:৪০ এবং সন্ধ্যা ৭:৪০। এ সকল প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুপুর ১:৩০ এর প্রদর্শনীটি মাননীয় সংসদ সদস্যগণের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু রাজনৈতিকভাবে একজন দেশের বা জাতির পিতা হিসেবেই নয়, তাঁর শৈশব, কৈশর এবং ছাত্র জীবনে অসামান্য গুণাবলীর অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর সহনশীলতা, মানবিকতা এবং পরোপকারিতা এই বিষয়গুলো আমাদের শিশু, কিশোর, তরুণ এবং ভবিষ্য প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অ্যানিমেশন সিরিজটি নির্মাণ করা হয়েছে।
আমরা আইসিটি বিভাগ থেকে বেশ কয়েকটা উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে খোকা। এর উদ্দেশ্যটা হচ্ছে যে, বঙ্গবন্ধুকে কিন্তু তার বাবা-মা এবং আত্মীয়-স্বজন সবাই ছোটবেলায় আদর করে খোকা বলে ডাকতো। খোকা জন্মের পর একটা প্রত্যন্ত অঞ্চল টুঙ্গিপাড়া গ্রাম থেকে কীভাবে বড় হয়ে আস্তে আস্তে খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় পরিণত হলেন সেটি এই মাধ্যমে তুলে ধরা হয়েছে। অ্যানিমেশন মাধ্যমটি শিশু, কিশোর এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় মাধ্যম।
দেশের জনসাধারন ও নতুন প্রজন্মকে মানবিক হতে ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করতে অ্যানিমেটেড সিরিজটি বিশেষ অবদান রাখবে। দেশীয় অ্যানিমেটর দ্বারা উন্নয়নকৃত অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হওয়ায় সব বয়সী দর্শকেরা সহজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশরের জীবনী সম্পর্কে সহজে জানতে পারবেন।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহনশীলতা, মানবিকতা, পরোপকারিতা—এই বিষয়গুলো আমাদের শিশু, কিশোর, তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অ্যানিমেশন সিরিজটি নির্মাণ করা হয়েছে।
সিরিজটি তৈরি করেছে টিম অ্যাসোসিয়েট, মার্স সল্যুশন, ম্যাজিক ইমেজ ও প্রোল্যান্সার স্টুডিও, পরিচালনার দায়িত্বে ছিলেন সোহেল মোহাম্মদ রানা। “নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়ার জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না। রাজনৈতিক জীবন থেকে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ সব ঘটনা থাকছে সিরিজে। তবে বঙ্গবন্ধুর ছোটবেলার ঘটনাগুলো বেশি পাওয়া যাবে। যে গল্পগুলো কখনো বলা হয় না বা দেখানো যায়নি, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শীঘ্রই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে খোকা সিরিজটি প্রচার করা হবে।’
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজটির প্রযোজকের দায়িত্বে ছিলেন আইসিটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, সংস্কৃতি ও সমাজকর্মী এম ই চৌধুরী শামীম। নির্বাহী প্রযোজক ছিলেন শেখ অলিদুর রহমান হীরা, (সদস্য, বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি, আওয়ামী লীগ) এবং দিলারা আফরোজ খান রুপা (এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এবং লেখক)।
এই সিরিজে স্ক্রিপ্ট এর দায়িত্বে ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় নাট্য রচয়িতা ও নাট্য ব্যক্তিত্ব মাসুম রেজা সহ পুলক রাহা, রতন সিদ্দিকি, শেখ সাদি, মিথুন হাসান প্রমুখ। রিসার্চের দায়িত্বে ছিলেন সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত। ভয়েস ডিরেকশনের দায়িত্বে ছিলেন রফিকুল সেলিম। লিড ক্যারেক্টার ডিজাইনার ছিলেন যাওয়াদ মাহমুদ।
দেশের জনসাধারন ও নতুন প্রজন্মকে মানবিক হতে ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করতে অ্যানিমেটেড সিরিজটি বিশেষ অবদান রাখবে বলে মনে করেন সিরিজটি নির্মাণে নিয়োজিত সকল কলাকুশলীরা।