গাজা শহর ছেড়ে দক্ষিণের কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। উত্তরে অভিযান চালানোর মধ্যে এমন নির্দেশনা জারি করলো তেল আবিব। খবর বিবিসি
বিমান থেকে লিফলেট বিতরণ করে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কারণ এই অঞ্চলকে ‘বিপজ্জনক যুদ্ধাঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল।
আরও পড়ুন…প্রথমবারের মতো কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা
ইসরায়েলের এমন নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বার পুরো গাজাকে খালি করার এমন নির্দেশ এলো।
গত দুই সপ্তাহের মধ্যে ইসরায়েল বাহিনী গাজার কিছু এলাকায় পুনরায় অভিযান চালানোর জন্য প্রবেশ করেছে। তারা বিশ্বাস করছে এসব এলাকায় হামাস এবং ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদ যোদ্ধারা আবারও এসব অঞ্চলে সংগঠিত হয়েছে।
হামাস বলছে, ইসরায়েল বাহিনীর এমন কর্মকাণ্ডের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানের বিষয়টিও সহজ হবে না।
আরও পড়ুন…৪দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
হামাসের শীর্ষ নেতা হোসান বাদরান বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইসরায়েল বোমাহামলা, বাস্তুচ্যুত এবং গণহত্যা চালিয়ে হামাসকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।