মিরপুর সাইন্স কলেজের ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগষ্ট) মিরপুর সাইন্স কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মো. তানভীর হাসান, রসায়ন বিভাগের প্রভাষক মামুন আলী, বাংলা বিভাগের প্রভাষক নাসির উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক এইচএম তাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মনজুদার রহমান মিল্টন এবং মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শিপন আলী।
প্রধান অতিথির বক্তব্যে মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন শুরুতেই সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি যারা এই গণতান্ত্রিক আন্দোলন সফল করতে সাহসিকতার সাথে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবাগত শিক্ষার্থীদের মিরপুর সাইন্স কলেজে স্বাগত জানিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, এটি মূলত তোমাদের জন্য কলেজের নিয়ম কানুন ও দিক নির্দেশনামূলক ক্লাস। সম্মানিত শিক্ষকমণ্ডলী ইতোমধ্যে কলেজের নিয়ম কানুন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো তোমাদের জানিয়েছেন। আশা করি তোমরা তা মেনে চলার চেষ্টা করবে।
তিনি বলেন, বাবা-মা যে আশা নিয়ে তোমাদের মিরপুর সাইন্স কলেজে ভর্তি করিয়েছেন সে আশা যাতে পূরণ হয় সে জন্য তোমাদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে।
দীর্ঘদিন শিক্ষা নিয়ে গবেষণার কাজে জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক বাবা-মা চান সন্তান যেন নৈতিক শিক্ষা লাভ করে আদর্শ মানুষ হয়ে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তাদের উজ্জ্বল ভবিষত গড়তে পারে। একই সাথে মা-বাবার সম্মান ও মর্যাদা যেন তারা বৃদ্ধি করতে পারে। সেটা কেউ করতে না পারলে বাবা মা প্রচন্ডভাবে মানসিক কষ্ট পান। এজন্য এমন কিছু করা যাবেনা যার দ্বারা বাবা মা কষ্ট পায়। বাবা মা যদি কারো প্রতি অসন্তুষ্ট হন তাহলে সে যত চেষ্টাই করুক না কেন কখনো সফল হতে পারবেনা।
তিনি আরো বলেন সফল হতে হলে লক্ষ্য, আগ্রহ ও চেষ্টা থাকতে হবে। যাদের আগ্রহ আছে, চেষ্টা আছে তাদের কাংখিত লক্ষ্যে পৌছে দেয়া আমাদের লক্ষ্য। আমাদের কাছ থেকে তোমরা সঠিক দিক নির্দেশনা পাবে। যে যে রকম চেষ্টা করবে সে সেই রকম ফলই পাবে।
পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলার জন্য আহবান জানান আনোয়ার হোসেন রিপন।