সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর সময় আটক

সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর সময় আটক - ই বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আখাউড়া ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

এ সময় হান্নান ও নাইম নামে আরো দু’জনকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। স্থানীয় একটি পাচার চক্রের সাথে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত ফজলে করিম চৌধুরী বিজিবি হেফাজতে রয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।