কুমিল্লায় কেন্দ্রে হামলা, প্রার্থীসহ আহত ৫

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ভোট কেন্দ্রে হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থী সহ ৫ জনকে আহত করা হয়েছে।কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোট কেন্দ্রে এ হামলা চালান হয়।

নৌকার প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির। এ সময় চল, টেঁটা হাতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে ভোটগ্ৰহণের ১০ মিনিটের পরই সহিংসতা শুরু হওয়ায়  রামপ্রসাদের চর কেন্দ্রে দুই ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০টায় পুনরায় ভোটগ্ৰহণ শুরু হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদ চর কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন প্রার্থী আহত হয়েছে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ইবাংলা/টিপি/ ১১ নভেম্বর, ২০২১

ইউপি নির্বাচনহামলা
Comments (0)
Add Comment