কক্সবাজারে গুলিতে নিহত ১, আহত ৬

জেলা প্রতিনিধি , কক্সবাজার

ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আক্তারুজ্জামান পুতু (৩৫) নামে এক ব্যক্তি। এসময় আহত হন আরো ৬ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সময়ে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ আকতারুজ্জামান পুতুকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দেয়। একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

ইবাংলা/টিপি/ ১১ নভেম্বর, ২০২১

নিহতহামলা
Comments (0)
Add Comment