চতুর্থ ধাপের ভর্তির তারিখ ঘোষণা গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তির প্রক্রিয়া শুরু হবে। গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন… বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসনের প্রতিবাদে 

গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ সেপ্টেম্বর হতে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে বিষয় মাইগ্রেশন বন্ধ করার প্রক্রিয়া শেষ হচ্ছে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। তবে মূল কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি পরে জানানো হবে।

এতে আরও বলা হয়, ইতিপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে জিএসটি -এর অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করনীয় কিছু নাই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে। চতুর্থ পর্যায়ের ভর্তি সম্পন্ন হবার পর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত ভর্তি কার্যক্রম চালু হবে।

ইবাংলা/রাজিব