ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটি রেকার, ডামপিংসহ রুট পারমিট মামলা দেয়া বন্ধের দাবিতে জমায়েত করেছে । আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের এই জমায়েত হয়।
আরও পড়ুন…ঢাবির প্রোভস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা – তোফাজ্জলকে পিটিয়ে হত্যা
তারা বলেন, মহানগরীতে সিএনজি অটোরিকশা চলাচলের বৈধতা প্রদানে কিছু সময় লাগবে। এ সমস্যার যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত মামলা না দেয়ার আহ্বান জানান তারা।
তারা বলেন, হাইওয়ের পাশে বাই লেন তৈরি করে সিএনজি অটোরিকশাসহ ধীরগতির বাহন চলাচলের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এছাড়া, বৈষম্যমুক্তভাবে ‘ঢাকা মেট্রো-থ’ এর মতো ‘ঢাকা-থ’ গাড়িকেও মহানগরের রাস্তা ব্যবহার করার অনুমতি দেয়া হোক বলে তারা দাবি করে।
ইবাংলা/রাজিব