১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত চীনে

ইবাংলা ডেস্ক

বছরের শুরুতে উত্তর-পূর্ব চীনের কিছু অংশে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং-এ গড় তুষারপাতের পরিমাণ ৫১ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি।

বিবিসি’র খবরে বলা হয়েছে, চীনের উত্তর-পূর্ব কিছু অংশে রেকর্ড পরিমাণ তুষারপাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ফলে এ অঞ্চলের বাড়ি-ঘর গরম রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে।

  • রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ১৯০৫ সালের পর এটি রেকর্ড হওয়া সর্বোচ্চ তুষারপাত। পাশের ইনার মঙ্গোলিয়ায় ভারী তুষার ঝড়ের কারণে একজন নিহত হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ৬০০ জনের বেশি।

মঙ্গোলিয়ার টংলিয়াও শহরের আবহাওয়াবিদরা রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসকে জানান, তুষারঝড়টি অত্যন্ত এলোপাতাড়িভাবে আঘাত এনেছে। এটি আকস্মিক চরম আবহাওয়া ঘটনা।

ইনার মঙ্গোলিয়া ও উত্তর-পূর্ব চীন জুড়ে মোট ২৭টি রেড অ্যালার্ট জারি করা হয়। যা তুষারঝড়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক সংকেত।

রোববার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তর-পূর্ব চীনের কিছু অংশে তাপমাত্রা কমপক্ষে ১৪ ডিগ্রি কমে গেছে।

এ অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণ কয়লা। সরবরাহ সংকটের কারণে এখানকার মানুষেরা বিদ্যুৎ বিভ্রাটে পড়েছিলেন সাম্প্রতিক অতীতে। গত সেপ্টেম্বরেও এ ধরনের ঘটনা ঘটে। আকস্মিক রেকর্ড তুষারপাতে নতুন করে একই আশঙ্কা তৈরি হয়েছে।

ইবাংলা/এইচ/১১ নভেম্বর ২০২১

Comments (0)
Add Comment