দেশের ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের কারনে স্বৈরাচারি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সকলে পালিয়ে যায়নি; ফ্যাসিবাদের পেতাত্মারা এখনো দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন,বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদের দোসররা সারাদেশে অনেক ডালপালা বিস্তার করেছে।
আরও পড়ুন…জামায়াতকে নিয়ে পাঠ্যপুস্তকে ‘মিথ্যাচার’ মুছে ফেলার আহ্বান
ঘাপটি মেরে থাকা এসকল সবাই এই টেরিটরিতে এখনো রয়েছে। এরাই বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা ক্যু করার চেষ্ঠা করেছিলো। যেখানে থেকে আর্মি চীফ ঝুকিপূর্ণ দায়িত্ব নিয়েছে সেখানেও প্রতিবিপ্লবের অপতৎপরতার চেষ্ঠা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা।
যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের শুরুতে জামায়াত আমীরের নাম প্রথম উচ্চারণ করেছেন, সেদিন থেকেই জামায়াতে ইসলামী নামক এই দলটির তার অতীতের সকল গ্লানী মুছে অন্যন্য এক উচ্চতায় মহাণ রব নিয়ে গেছে।
রাঙামাটিতে বাছাইকৃত জামায়াতকর্মীদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কেদ্রীয় জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি শহরের ইসলামীক সেন্টারে এই শিক্ষা শিবির কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলীম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মনসুরুল হক, জেলা প্রচার সেক্রেটারি অ্যাড. হারুনুর রশিদ, জেলা পৌর জামায়াতের আমীর আব্দুস সালামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপি শিক্ষা শিবিরে দাওয়াতে মুমিন জীবনের মিশন, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী, ইসলামী আন্দোলনে কর্মীদের ব্যবহারিক জীবন, বর্তমান সময়ে সংগঠন মজবুতীকরণ ও সম্প্রারণে তৃণমূল নেতাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, চরিত্র গঠনে মৌলিক উপাদান, ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানি, বাইয়াতের গুরুত্ব, পদ্ধতি ও প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট্যরা।
ইবাংলা/ বা এ