সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। তারা ইনডিপেনডেন্ট টিভি ও দেশ টিভির সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানান।
একইসঙ্গে, দৈনিক কালবেলার এক সাংবাদিককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তলব করার ঘটনাতেও নিন্দা প্রকাশ করেন সাংবাদিকরা। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিআরইউ চত্বরে সদস্যদের বিরুদ্ধে মামলা ও তলবের প্রতিবাদে ডিআরইউ একটি মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বারবার গণমাধ্যমের কণ্ঠ রোধ করার লক্ষ্যে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। তারা অভিযোগ করেন, অন্তবর্তীকালীন সরকারকে বিপাকে ফেলতে বিগত সরকারের সুবিধাভোগী মহলগুলো এই সুযোগের সদ্ব্যবহার করছে।
কর্মরত সাংবাদিকরা আরও বলেন, সত্য প্রকাশ এবং দুর্নীতির খবর প্রকাশের কারণে এ ধরনের মামলা ও তলব সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ডিআরইউ নেতারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
সম্প্রতি, ইনডিপেনডেন্ট টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল্লাহ আল রাফী ও মাহমুদ শরীফ এবং দেশ টিভির সাংবাদিক শহাদাত হোসেন নিশাদ ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে পৃথক অনুসন্ধানী প্রতিবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওরিয়ন গ্রুপ তাদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির তিনটি মামলা দায়ের করে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় মন্ত্রণালয়টি একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেই কমিটি দৈনিক কালবেলার সিনিয়র সাংবাদিক জাকির হোসেন লিটনকে তলব করে।
ইবাংলা/রাজিব