বিগত সরকারের সকল বিতর্কিত আইন সংশোধন বা বাতিল করা হবে: আইন উপদেষ্টা

ইবাংলা প্রতিবেদক

বিগত সরকারের সকল বিতর্কিত আইন সংশোধন বা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অরাজকতার চরম উদাহরণ সৃষ্টি করে তথ্য অধিকার হরণ করা হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর কখনো ফিরে না আসে, এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন…সাংবাদিক হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

রোববার (২৯ সেপ্টেম্বর) তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ড. নজরুল এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, অধিকারের বিষয়ে সচেতনতার অভাব রয়েছে এবং তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এজন্য গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা করা প্রয়োজন।

এ সময়, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের আহ্বান জানান। তিনি আরও বলেন, নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার আইন সংস্কার করা জরুরি।

ইবাংলা/রাজিব