প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু শনিবার

ইবাংলা প্রতিবেদক

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ আলোচনা পরিচালনা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব জানান, আলোচনার মূল বিষয় হবে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজের অগ্রগতি। দলগুলোর সঙ্গে এসব অগ্রগতি নিয়ে আলোচনা হবে এবং তাদেরকে কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া, আইনশৃঙ্খলার বিষয়েও দলগুলোর পরামর্শ নেওয়া হবে। ২-৩ দিনের মধ্যে কমিশনগুলো গঠন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম আরও জানান, আলোচনায় অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে, যা চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে তৃতীয় দফার বৈঠক হবে।

ইবাংলা/রাজিব