ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের। ৫৭ দশমিক ৭০ শতাংশ এবার পাসের হার। ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ।

পরীক্ষার বিস্তারিত ফল ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও জানিয়ে তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৭০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১৫ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সাড়ে ৬ হাজার এই ইউনিটে মোট আসন সংখ্যা ।

প্রসঙ্গত, এ বছর অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইবাংলা/নাঈম/১১ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment