বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ইউনূস এ সময় তার পুরনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে ‘খুবই খুশি’ বলে জানান। বৈঠকের সময় প্রধান উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে ছাত্র এবং সাধারণ মানুষের ত্যাগ এবং পূর্ববর্তী সরকারের নৃশংসতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন।
ড. ইউনূস আরও বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে। এর আগে, দুই নেতা তাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে রাজাধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান। সেখানেই তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।
তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার বেলা ২টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে স্বল্প সময়ের সফরে ঢাকায় পৌঁছান।
ইবাংলা/ আই/ মাল