নির্বাচনের সময় জানা যাবে কমিশনের রিপোর্টের ভিত্তিতে সংস্কারের পরই : মাহফুজ আলম

ইবাংলা প্রতিবেদক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম বলেছেন, সব রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। তিন মাস পর ছয়টি সংস্কার কমিশনের রিপোর্ট এর ভিত্তিতে সব সেক্টরে সংস্কারের পরই নির্বাচনের সময়সীমা জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ সহকারী একথা বলেন।

তিনি আরও বলেন, প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছেন, তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে আছে।

ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, যে যেখান থেকে গণহত্যায় জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে৷

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে। ধীরে ধীরে স্বস্তি ফিরবে, সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলেও দাবি করেন তিনি