মাদারীপুরের শিবচর পৌর বাজারে ভোক্তা অধিকারের অভিযানের সময় দোকান ফেলে পালিয়ে গেছেন অনেক ব্যবসায়ী।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে পৌরসভার কাঁচাবাজারে ভোক্তা অধিকারের অভিযান শুরু হলে এমন ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে শিবচর পৌর কাঁচাবাজারে বাজার তদারকি শুরু করেন। এ সময় ডিম, মাছ, মাংস, মুরগি ও মুদি দোকানিরা সটকে পরেন।
পরে কয়েকটি দোকানে গিয়ে তদারকি শুরু করলে ৪টি দোকানে সঠিক সেবাপ্রদানে অস্বচ্ছতা থাকায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের উপস্থিত দোকানদারদের স্বচ্ছতার সঙ্গে আইন মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানিয়ে অভিযান সমাপ্ত করা হয়।
শিবচর পৌর বাজারের এক মাছ বিক্রেতা বলেন, আমরা খুচরা বিক্রেতা, পাইকারী যেমন দামে কিনে আনি, তার সঙ্গে অল্প কিছু লাভ করি। অভিযান করে আমাদের জরিমানা করলে আমরা ক্ষতিগ্রস্ত হই। আড়তদাররা তো ঠিকই লাভবান হচ্ছে। আগে আড়তে অভিযান করা উচিত।
মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা ব্রয়লার মুরগি, ডিম, মাছ মাংস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান তদরকি করেছি। চারটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, যেসব দোকানদার দোকান ছেড়ে পালিয়েছেন তারা হয়তো সঠিকভাবে ভোক্তাদের সেবা দিচ্ছে না। তাই জরিমানার ভয়ে তারা পালিয়ে গিয়েছে। ভোক্তা অধিকার আদায়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।