প্রথমবারের মতো তিতুমীর কলেজে ‘ম্যাড ডে,’র আয়োজন

আশিক খান

সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগ আগামী ১৯ তারিখে আয়োজন করতে যাচ্ছে ‘ম্যাড ডে’ নামক এক ব্যতিক্রমধর্মী বিশেষ প্রোগ্রাম। এটি হতে চলেছে গণিত বিভাগের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। এ প্রোগ্রামে অংশ নেবেন বিভাগের শিক্ষার্থী, শিক্ষকরা ।

ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে থাকবে নাচ, গান, এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা। গণিতকে আনন্দদায়কভাবে উদযাপনের পাশাপাশি, গণিত বিভাগের ইতিহাস, সংস্কৃতি এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে প্রোগ্রামটি সাজানো হয়েছে।

প্রোগ্রামের আকর্ষণের অংশ হিসেবে থাকবে ভোজ উৎসব, যেখানে গণিত বিভাগের শিক্ষার্থী ও অতিথিরা একসঙ্গে খাবারের আয়োজনে অংশ নেবেন। এছাড়াও গণিতের মজার সমস্যা সমাধান, বিভিন্ন প্রতিযোগিতা এবং সৃজনশীল কর্মশালা আয়োজন করা হবে।

গণিত বিভাগের শিক্ষার্থীরা আশা করছেন, প্রোগ্রামটি ভবিষ্যতে প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হবে। বিভাগের ছাত্রছাত্রীরা এ প্রোগ্রামের মাধ্যমে গণিতকে নতুন আঙ্গিকে তুলে ধরার পাশাপাশি, বিভাগের সকল শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে চান।

তিতুমীর কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই এ আয়োজন নিয়ে বেশ উৎসাহী। তাদের বিশ্বাস, ‘ম্যাড ডে’ শুধু গণিত বিভাগের শিক্ষার্থীদের নয়, পুরো কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন হয়ে উঠবে।

ইবাংলা/ আএইচ

‘ম্যাড ডেরআয়োজন