এক এগারোর সুবিধাভোগী পিপি মজিবুর রহমান ফের পিপি হতে তদবীর

পটুয়াখালী প্রতিনিধি

এক এগারোর সময়ের সবচেয়ে বেশি সুবিধাভোগি পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক পিপি মজিবুর রহমান টোটোনের ফের পিপি হতে জোর তদবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার চলছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল জজ কোর্টে পিপি নিয়োগ প্রক্রিয়ায় পটুয়াখালী জেলা জজ কোর্টের পিপি হওয়ার জন্য জোর তদবির চালাচ্ছেন এক এগারো সময়ের সুবিধাভোগী পিপি মজিবুর রহমান টোটোন। এ নিয়ে পটুয়াখালী জেলা জজ কোর্টের আইনজীবীদের মাঝে অনেক কানাঘুষা চলছে।

পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মহসিন বলেন যিনি এক এগারো সময় সুবিধা নিয়ে পিপি হয়েছে সে কিভাবে বর্তমান সময় মুখোশ পরিবর্তন করে আবার পিপি হবেন?

এটা আমাদের বোধগম্য নয়।ফ্যাসিস্ট সরকারের পতনে আন্দোলন করেছি অনেক হয়রানি শিকার হয়েছি সে সময় তাকে কোথাও দেখতে পাইনি, কোন আন্দোলন সংগ্রামে ছিলনা সে কিভাবে পিপি হতে দাবি করতে পারেন?

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন বলেন আমার কর্তৃপক্ষের কাছে জোর দাবি হলো বিগত সময়ে পরীক্ষিত ত্যাগী ও যোগ্যতার বিবেচনায় বিতর্কহীন একজন ব্যক্তিকে যেনো পিপি নিয়োগ দেওয়া হয় এটাই আমরা প্রত্যাশা করছি।

ইবাংলা/ আ/সারা

তদবীরপিপি হতেমজিবুর রহমান ফের