পূর্বাচল বিপিএল মডেল টাউন প্রজেক্ট পরিদর্শন বায়ো গ্রুপের পরিচালনা পর্ষদের

নিজস্ব প্রতিবেদক

বিপিএল হাউজিং পূর্বাচল মডেল টাউন হলো বায়ো গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান এবং ঢাকার পূর্বাচলে অবস্থিত দেশের স্বনামধন্য ডাক্তারদের মনোরম ও নান্দনিক একটি আবাসন প্রকল্প। কাজের অগ্রগতি ও সার্বিক বিষয়ে তদারকির জন্য গত ৩০শে সেপ্টেম্বর সকাল ১০ টায় বিপিএল হাউজিং ও বায়ো গ্রæপ এর পরিচালনা পর্ষদসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্ছনস্থ আইতলায় বিপিএল হাউজিং এর পূর্বাচল বিপিএল মডেল টাউন প্রজেক্টটি সরেজমিনে পরিদর্শনে যান।

এ সময় প্রজেক্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে সাদরে গ্রহন করেন এবং উষ্ণ অভিনন্দন জানান। পরিচালনা পর্ষদ এর মধ্যে উপস্থিত ছিলেন জনাব ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, ডা. লকিয়ত উল্ল্যা ব্যবস্থাপনা পরিচালক, জনাব ডা. আনোয়ারুল আজিম ভাইস চেয়ারম্যান, জনাব ডা. আলী আশরাফ পরিচালক, জনাব প্রফেসর ডা. কামরুল হাসান পরিচালক, জনাব সাইফুল আমিন ডিএমডি প্ল্যান্ট, জনাব ডা. ফজলুর রহমান মজুমদার পরিচালক, মোহাম্মদ জহিরুল হক ডিরেক্টর প্রজেক্ট অপারেশন।

বিশ্ব রোডের ৩০০ ফিট রাস্তার পাশে আমলাব ও নরাব মৌজাকৃত কোম্পানীল প্রজেক্টের কেনা জমিগুলো পরিচালনা পর্ষদ সরজমিনে ঘুরেফিরে দেখেন। বায়োফার্মা ও বিপিএল হাউজিং এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সাথে থেকে প্রজেক্টের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন এবং আশু করনীয় বিষয়ে অবহিত করেন। পরিচালনা পর্ষদ অত্যন্ত মনযোগ দিয়ে বিষয়গুলো শুনেন এবং উপস্থিত ক্ষেত্রে কিছু নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

প্রজেক্টের বর্তমান অবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক আমজনতা এতে সামিল হয়ে তারা কথাবার্তা বলেন এবং সানন্দে কর্মকর্তাদের গ্রহন করেন। এতে কয়েকজন স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা পূর্বাচল বিপিএল টাউন এর অবকাঠামো উন্নয়নের প্রশংসা করেন এবং এ প্রজেক্টের কারনে এলাকার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে বলে দাবী করেন এবং সামাজিক কর্মকান্ড ও আর্থসামাজিক উন্নয়নে কো¤পানির অবদানের ভ‚য়সী প্রশংসা করেন।

এ প্রজেক্টে একটি মেডিকেল কলেজ ও ১০০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের দাবী তুলেন। এতে কোম্পানীর সুনাম বৃদ্ধি পাবে, প্রজেক্টের কদর বাড়বে এবং এলাকাবাসী উপকৃত হবে বলে জানান।

পরিচালনা পর্ষদ প্রস্তাবিত প্ল্যান লে-আউট নিয়ে সরজমিনে প্রজেক্টের অবস্থান পর্যবেক্ষন করে ভবিষ্যত কর্ম পরিকল্পনা নির্ধারন করেন। ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা অবিলম্বে বালু ভরাট সহ রাস্তাঘাট আরও বর্ধিত করে আগেরমতো রাস্তার দুপাশে ফলজ ও বনজ গাছের চারা লাগিয়ে প্রজেক্ট কে দৃষ্টি নন্দন করে গড়ে তোলার জন্য ডিপিও কে নির্দেশ প্রদান করেন।

এ ছাড়া সিকিউরিটি সহ আরও পর্যাপ্ত লাইটের ব্যবস্থাসহ প্রজেক্টে আরও কিছু সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেন। এলাকাবাসীর চিকিৎসা সুবিধা প্রদানের জন্য অতি সত্বর ক্লিনিক চালুর নির্দেশনা প্রদান করেন। উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দসহ আমজনতার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান এবং বিগত দিনের মতো তাদের সহযোগীতা অব্যাহত রাখার জন্য ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা সবাইকে বিনীত অনুরোধ করেন।

ইবাংলা/ আইএইচ

পরিচালনাপর্ষদেরবায়ো গ্রুপের