ঢাকার ধামরাইয়ে নির্বাচনী বিরোধের জেরে রাতুল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রাতুল সাভারের স্বর্ণ ব্যবসায়ী আব্দুর রশিদের ছেলে। এঘটনায় নিহতের ছোট ভাই অর্ণব গুরুতর আহত হয়েছেন।এলাকাবাসীর অভিযোগ, কুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার উজ্জল মিয়ার ফোর্ড নগরের বাড়িতে পরাজিত প্রার্থী আপন গ্রুপের লোকজন হামলা চালায়।
এ সময় আহত দুই যুবককে গুরুতর অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। অপরজন তার ছোট ভাই অর্ণব। তিনি গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে নিহত রাতুলের পরিবার দাবি, রাতুল দীর্ঘদিন ধরে সাভারে ইন্টারনেট সংযোগের ব্যবসা পরিচালনা করে আসছিল। এই নেটের ব্যবসা একটি মহল দখলে নেওয়ার পাঁয়তারা করছিল। সেই দ্বন্দ্বেই তাকে হত্যা করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, রাতুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, আমরা মরদেহের প্রাথমিক সুরতহাল করছি। কেন এমন ঘটনা ঘটানো হয়েছে তদন্ত সাপেক্ষে সেটা নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাস্থল যেহেতু ধামরাই থানার আণ্ডারে, তাই সেটা ধামরাই থানা পুলিশের দায়িত্ব।
ইবাংলা/টিআর/১২নভেম্বর ২০২১