দ. কোরিয়া ঢুকে গেল উ. কোরিয়ার ময়লাভর্তি বেলুন

উত্তর কোরিয়ার ছোড়া একটি ময়লাভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল কমপাউন্ডে গিয়ে পড়েছে। এ নিয়ে কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটল। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (২৪ অক্টেবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, আন্তঃকোরীয় সীমান্তের ওপার থেকে পাঠানো একটি বেলুন সিউলের ইয়ংসান জেলার প্রেসিডেন্সিয়াল কমপাউন্ডে এসে পড়েছে। তবে বেলুনে কোনো বিপজ্জনক বস্তু বা উপাদান পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার ডোং-এ ইলবো এবং চোসুন ইলবো পত্রিকা জানিয়েছে, বেলুনটিতে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং তার স্ত্রীকে উপহাস করে প্রচারণামূলক লিফলেট ছিল।

এই ঘটনার আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দাবি করেন, দক্ষিণ কোরিয়ার নোংরা উসকানিমূলক রাজনৈতিক আবর্জনা খুঁজে বের করে সরিয়েছে তার দেশের কর্তৃপক্ষ।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক গ্যাংস্টার কর্তৃক উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের নির্বিচার লঙ্ঘন একটি ঘৃণ্য সামরিক উসকানি, যা কখনোই ক্ষমার যোগ্য নয়। তাই সিউলকে সরাসরি এই ধরনের অভিজ্ঞতার ‍মুখোমুখি হতে হবে। যাতে তারা সঠিকভাবে বুঝতে পারে কতটা বিপজ্জনক কাজ করেছে এবং এর ফল কতটা ভয়াবহ ও মারাত্মক হতে পারে।

গত মে মাস থেকে হাজার হাজার বেলুনের মাধ্যমে আবর্জনা ও প্রচারণামূলক লিফলেট পাঠাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একটিভিস্টদের উত্তরে লিফলেট ফেলার জবাবে এমনটা করছে তারা।

বৃহস্পতিবারের ঘটনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো বেলুনের মাধ্যমে আবর্জনা ফেলার ঘটনা। এর আগ গত জুলাইয়ে একই ধরনের ঘটনা ঘটেছিল।