তেলবাহী জাহাজে বিস্ফোরণ নিহত ১, দগ্ধ ৭

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজের ইঞ্জিনরুমে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এমসয় দগ্ধ হয়েছেন আরো ৭জন। শুক্রবার (১২ নভেম্বর) সকালে জাহাজে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ ৭জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধ মাস্টারের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন আরো ৭ জন। বিস্ফোরণের পর ধীরে ধীরে জাহাজটি ডুবতে শুরু করেছে বলেও জানায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইফুুল ইসলাম একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। সেই সঙ্গে আরও ৭ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা ভালো নয়।’

ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, শিগগির জাহাজ থেকে তেল খালাস করা না হলে জাহাজটি ডুবে যাবে। জাহাজে সাড়ে আট লাখ লিটার তেল রয়েছে। জাহাজ থেকে তেল খালাস করতে এরই মধ্যে ফায়ার সার্ভিস ও কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

ইবাংলা/এইচ/ ই/ ১২ নভেম্বর, ২০২১

জাহাজেতেলবাহীবিস্ফোরণ
Comments (0)
Add Comment