শেখ হাসিনাকে দেশছাড়া করা থেকে শুরু করে ইস্কনের প্রাক্তন সন্ন্যাসীকে গ্রেফতার, প্রবল চাপে ইউনূস সরকার। দেশে নতুন সরকার গঠনের কোনও ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না। ইউনূসের উপরে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশে সংখ্য়ালঘুদের উপরে হামলা নিয়ে চাপ বাড়ছে। এরকম এক পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের আশঙ্কা যে কোনও সময়ে দেশের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। জঙ্গি হামলাও হতে পারে যে কোনও সময়। এনিয়ে সতর্ক বিজিবি।
বাংলাদেশের গোয়েন্দা সূত্র বলেছে, বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকাসহ সারাদেশে পুলিসের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই পরিস্থিতিতে যুক্তরাজ্য বাংলাদেশের তিন পার্বত্য জেলা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।
দেশের গোয়েন্দা বহিনীর আশঙ্কা, দেশের পরিস্থিতির অবনতি ঘটাতে জঙ্গি হামলা চালিয়ে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে। চোরাগোপ্তা হামলার আশঙ্কাও রয়েছে। হামলায় ব্যবহৃত হতে পারে, থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ, সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র। সেই সঙ্গে বোমা হামলার আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় বিজিবি সদর দফতর সূত্র খবর, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে বলা হয়, ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়ামুখী লং মার্চ কর্মসূচি ঘিরে সীমান্তে উত্তেজনা থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সুত্রঃ সংকলনে এম আর আর