সরকারি বাঙলা কলেজে অধ্যয়নত ঝালকাঠি জেলার শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ’। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের মো. শাকিল শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের রেজভী হাসান রাতুল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ঝালকাঠি জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর উপদেষ্টামন্ডলী এবং সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সম্পূর্ণ অরাজনৈতিক মতাদর্শ ও শিক্ষা বান্ধব পরিবেশ তৈরিতে কমিটির সদস্যবৃন্দ কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও বলা হয় যে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন।
২৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে মো. জাহিদুল ইসলাম, মো. মিরাজ খান, মেহেদী হাসান হাওলাদার, সাদী মোহাম্মদ শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, কাজী জসীমউদ্দীন, মো. মুন্না, সাংগঠনিক সম্পাদক মাশরাফি জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ তনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাব্বি হাওলাদার, সহ প্রচার প্রকাশনা সম্পাদক সৈয়দ ওয়াহিদুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আশিক, দপ্তর সম্পাদক আরিফ হোসেন ও সহ দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুবায়ের মল্লিক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি মল্লিক, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর সিদ্দিক সিয়াম, ত্রাণও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৈকত মুন্সী, ধর্ম বিষয়ক সম্পাদক মুবিন ফরাজী, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরিফ আকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সহ সম্পাদক জান্নাতি আক্তার ও কার্যনির্বাহী সদস্য হুমায়রা বিনতে নিজাম, রাকিব হোসেন, মো. মাহফুজুর রহমান।
নবনিযুক্ত সভাপতি মো. শাকিল শিকদার বলেন, সর্বপ্রথম আল্লাহ তায়া’লার শুকরিয়া। আমরা দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি জেলার শিক্ষার্থীদের একত্র করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এত বড়ো একটা দায়িত্ব অর্পিত হয়েছে আমার উপর। যেটা একা পালন করা কখনোই সম্ভব না। সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে আগাতে চাই। সবার আগে ঝালকাঠি জেলা (ঝালকাঠি, কাঠালিয়া, রাজাপুর নলছিটি) থেকে আসা সকল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন ঠিক রাখা। সাবেকদের সাথে বর্তমানদের একটা সেতুবন্ধন তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইন শা আল্লাহ। এবং বাঙলা কলেজের অধ্যয়নরত বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীদের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক রেজবী হাসান রাতুল বলেন, “আলহামদুল্লিহ, আমরা অনেক দিনের চেষ্টার পর আমাদের ঝালকাঠি জেলার নিজেদের একদিন সংগঠন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাসম্ভব সুষ্ঠভাবে পালন করার চেষ্টা করবো।এই পথ চলায় সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বিকাশে একটি শক্তিশালী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংগঠন সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে আমরা একে অপরকে সহায়তা করে, আমাদের সমস্যা নিয়ে আলোচনা করি এবং সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবো।
ভবিষ্যতে, ইনাশাল্লাহ আমাদের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে এবং নিজ জেলার সবার জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে আমরা আরও অনেক নতুন উদ্যোগ গ্রহণ করব। আমাদের সকল সদস্যদের একসাথে কাজ করবো বলে আশা রাখি”।