আফগানিস্তানে অশান্ত নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে আবারও বোমা বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) এ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। হাসপাতালের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
অতল শিনওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে।
আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন। বিস্ফোরণটি পূর্ব প্রদেশের স্পিন ঘর জেলায় ঘটেছে, গত আগস্ট মাসে তালেবানরা দেশটির ক্ষমতা দখল করার পর থেকে ইসলামিক স্টেট গ্রুপের কার্যকলাপের কেন্দ্রস্থল এটি।
একজন তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, “স্পিন ঘর জেলার একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের কথা আমি নিশ্চিত করতে পারি। সেখানে হতাহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে।” স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে বলেন, “এখন পর্যন্ত তিনজন নিহত, ১৫ জন আহত হয়েছে।”
ইসলামিক স্টেট গ্রুপের আফগান শাখা, ২০১৫ সালে নাঙ্গারহারে প্রথম আত্মপ্রকাশ করে। তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে একাধিক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে এ সংগঠন।
সর্বশেষ গত নভেম্বরের শুরুতে, আইএস যোদ্ধারা কাবুলের জাতীয় সামরিক হাসপাতালে হামলা চালায়। এতে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
ইবাংলা/ টিআর/ ১২ নভেম্বর ২০২১