ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে চিঠি দেওয়া হলেও এখনও দেশটির পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।শেখ হাসিনাকে দেশে ফেরাতে চিঠি পাঠানো হয়েছে, ভারত এ পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে।
এ জাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে, এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, সোমবার কূটনৈতিকপত্রটি হস্তান্তর করা হয়েছে।
এখন পর্যন্ত আমাদের জানামতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমরা বিষয়টি নিয়ে এ মুহূর্তে মন্তব্য করব না। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সে উত্তরের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্ট্যাটাসটা কি ভারত সরকার জানিয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার সুযোগ নেই। আমি স্পেসিফিকলি বলতে পারব না।
তিনি আরও বলেন, বাংলাদেশের নোট ভারবালের (কূটনৈতিক পত্র) পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এরমধ্যে উত্তর না পেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদপত্র দেওয়া হবে। তবে এটা নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে তার ওপর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটার স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার সুযোগ নেই। তবে এসব ক্ষেত্রে কখনও কখনও বছরের পর বছর লেগে যায়।