শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
আরও পড়ুন…সচিবালয়ে ঢুকতে সোমবার থেকে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা
মাহফুজ আলম বলেন, গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। তবে, রাষ্ট্রের জায়গা থেকে আমাদের বাস্তববাদী হতে হবে। সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের জন্য সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমরা সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর-কষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ সক্ষমতা বাড়াতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দর কষাকষির ক্ষমতা বাড়বে।
উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইবাংলা/ বা এ