মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হোটেলের লবিতে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লাস ভেগাসে স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিশ্ববার্তা সংস্থা বিবিসি এবং সিএনএন।

আরও পড়ুন…যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি টিউলিপ সিদ্দিক

এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার বিস্ফোরণের পর আগুন ধরে যায় ট্রাকটিতে। এতে গাড়ির ভেতরে থাকা একজন নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরইমধ্যে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এফবিআই। নিউ অরলিন্সে গাড়ি হামলার সঙ্গে লাস ভেগাসের ঘটনার কোনো যোগসাজশ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

ইবাংলা/ বা এ

বিস্ফোরণহোটেলের লবিতে