ইউপিডিএফের সশস্ত্র সদস্য নিহত

রাঙামাটির লংগদু উপজেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের সময় গোলাগুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার কাট্টলী বিলের বন্ধুকভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে রাইফেলসহ আগ্নেয়াস্ত্র, সেনাবাহিনীর নকল পোশাক, মোবাইল ফোন ১২টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ২টি, ব্যাগ ৫টি, কম্বল ১০টি এবং বিভিন্ন প্রকারের নথি জব্দ করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

আগ্নেয়াস্ত্রনিহতসশস্ত্র