ভূমধ্যসাগর নৌকাডুবিতে তিউনিসিয়া উপকূলে ২৭ জনের মৃত্যু

ইবাংলা ডেস্ক নিউজ

উন্নত ও সমৃদ্ধ জীবন জীবিকার জন্য অভিবাসী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে, তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ২৭ জনের প্রানহানি ঘটেছে। তিউনিসিয়া টিভি জানিয়েছে, বুধবার তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন…বাড়ছে প্রতারণার স্বীকার প্রবাসফেরতের সংখ্যা

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রেড ক্রস সিএনএনকে জানিয়েছে, গত সপ্তাহে এই অঞ্চলে কমপক্ষে চারটি জাহাজডুবি হয়েছে, এতে মোট ৮৪ জন প্রাণ হারিয়েছে। এই বিপর্যয়ের মধ্যে তিনটি নৌকা তিউনিসিয়া থেকে এবং একটি লিবিয়া থেকে রওনা হয়েছে। এর আগে বুধবার ইউনিসেফ জানায়, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২২০০ জনেরও বেশি লোক মারা গেছে।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিভি জানিয়েছে, জাহাজগুলো সাব-সাহারান দেশ থেকে আফ্রিকানদের নিয়ে যাচ্ছিল। এতে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দূরে প্রায় ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে, যেখানে নৌকাগুলো ডুবে গেছে।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে শত শত শিশু, যারা ভূমধ্যসাগরে পাড়ি দিয় অভিবাসন প্রত্যাশীদের পাঁচজনের মধ্যে একজন। এই শিশুদের অধিকাংশই সহিংস সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে বেড়াচ্ছে।

নববর্ষের প্রাক্কালে মধ্যরাতের ঠিক কয়েক ঘন্টা আগে, ইতালির ল্যাম্পেডুসার উপকূলে একটি নৌকা ডুবে যায়। ইউনিসেফ বলেছে, নারী ও শিশুসহ ২০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। বেঁচে যাওয়া সাতজনের মধ্যে ৮ বছর বয়সি এক শিশু রয়েছে যার মা নিখোঁজ।

ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় তিউনিসিয়া ইউরোপে অনিয়মিত অভিবাসীদের জন্য প্রধান পয়েন্ট হয়ে উঠেছে। সূত্র : যুগান্তর

ইবাংলা/ বা এ