স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ড ও অভিনেত্রী জেন্ডায়া বাগদান সেরেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই হলিউড জুটি তাদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান পর্ব সেরেছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত টম কিংবা জেন্ডায়া কেউই মুখ খুলেননি।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি কোনো এক সময়ে জেন্ডায়ার বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছে। তবে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না এই তারকা জুটি। তাদের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, দুজনেই এখন তাদের বাগদান উপভোগ করতে চান। আপাতত তারা দুজনেই কাজের দিক থেকে খুব ব্যস্ত। তাই এই বছর বিয়ের কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং চলাকালীন সময় থেকেই টম-জেন্ডায়ার প্রেমের সম্পর্ক শুরু হয়। কিছু গণমাধ্যম বলছে টম হল্যান্ড ও জেন্ডায়ার প্রেম ২০২১ সাল থেকে শুরু হয়েছে। তবে এ বিষয়ে তাদের দুজনের কেউই এখনো কিছু জানাননি। তাই ঠিক কোন সময় থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং চলাকালীন সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও তারা সবসময় একে অপরকে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন।
কিন্তু ২০২১ সালে তাদের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। সেখানে তাদের চুম্বনরত অবস্থায় দেখা যায়। এরপর থেকে বিভিন্ন সময় তাদের একসাথে দেখা যায় এবং তারা প্রায়ই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
তবে তাদের প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তাই তাদের ভক্তরা এখনো তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। জেন্ডায়ার আংটি ঘিরেই মূলত তাদের এই প্রেম গুঞ্জন শুরু হয়। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, তখন সবার নজর কাড়ে তার হাতের একটি আংটি।
এই আংটিতে ছিল ৪৮ ক্যারেটের একটি হীরা, যার দাম প্রায় ২ লাখ মার্কিন ডলার। এই আংটি দেখার পরেই তাদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু বলেননি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে যে তাদের বাগদান হয়েছে কিছুদিন আগেই।
সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার
ইবাংলা বাএ