যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

লন্ডনে এক সংবাদ সম্মেলন করে নিজেই দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক

মঙ্গলবার (১৪ জানুয়ারী) আর্থিক পরিষেবা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বে থাকা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার সাথে তার আর্থিক সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রশ্ন ওঠার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন। গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার সাথে তার আর্থিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, মন্ত্রী পর্যায়ের মান বিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাস বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রী পর্যায়ের নিয়ম লঙ্ঘন করেননি।

সিদ্দিককে লেখা এক চিঠিতে স্টারমার তার অফিস থেকে প্রকাশিত এক চিঠিতে বলেছেন: “আপনার পদত্যাগপত্র গ্রহণ করে, আমি এটাও স্পষ্ট করে বলতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রীর কোডের কোনও লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অনিয়মের কোনও প্রমাণ পাননি।”

ইবাংলা বাএ

টিউলিপেরপদত্যাগমন্ত্রী