মাথায় গজাবে ঝাঁকে ঝাঁকে চুল,পেয়ারা পাতার গুণে

লাইফস্টাইল ডেস্ক

পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। স্বাস্থ্য ছাড়াও, এটি চুল পড়া রোধ করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সহায়তা করে।

চুলে পেয়ারা পাতা লাগাতে একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে তাতে এক মুঠো পেয়ারা পাতা দিন। তারপর ২০ মিনিট সিদ্ধ করুন। এবার এই পানি ফিল্টার করে ঠান্ডা হতে দিন।

এবার এই পানি চুলে এবং মাথার ত্বকে সিরাম হিসেবে ব্যবহার করুন। এছাড়াও, আপনি আপনার মাথার ত্বক পরিষ্কার করতে এটি আপনার শ্যাম্পুতেও মিশিয়ে নিতে পারেন।

চুল পড়া কমাতে বা লম্বা চুল চাইলে গোসলের ২ ঘণ্টা আগে বা সারারাত এই পানি দিয়ে মাথায় ম্যাসাজ করুন।পেয়ারা পাতা চুলে ব্যবহার করতে, কিছু পাতা শুকিয়ে তারপর পাউডার তৈরি করুন। এবার এই পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে লাগাতে পারেন। এর সঙ্গে দই ও ডিম মিশিয়ে নিতে পারেন।

ইবাংলা বাএ

চুলঝাঁকে