যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মেহেদী হাসান তুহিন (২২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

শনিবার (১৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তুহিন গাজীপুর সিটি করপোরেশনের মজলিশপুর এলাকার আব্দুর রফিকের ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় অপো মোবাইল কোম্পানির একটি শোরুমে সেলসম্যান হিসেবে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আব্দুল মালেক সুপার মার্কেটের সামনে রাত ৯টার দিকে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে টি-শার্ট ও প্যান্ট ছিল।

এ ব্যাপারে উপকমিশনার জাকির হাসান জানান, কি কারণে এবং কারা এ খুনের সঙ্গে জড়িত তা এখনও জানা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইবাংলা/এএমখান/১৩ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment