ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের খুব কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছে খুলনা টাইগার্সকে। এতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে তারা। নিজেদের নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে মিরাজ-আফিফরা।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, জাকির হাসান, জাকের আলি, রনি তালুকদার, কাদেম অ্যালাইন, সুমন খান, সাইমুল্লাহ শিনওয়ারি, রিস টপলি, নিহাদউজ্জামান ও রুয়েল মিয়া।
খুলনা টাইগার্স একাদশ: মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, অ্যালেক্স রস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), উইলিয়াম বোসিস্টো, মাহিদুল ইসলাম আঙ্কন, আবু হায়দার রনি, আমের জামাল, সালমান ইরশাদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।