দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

ইবাংলা ডেস্ক

চট্টগ্রামের রাউজানে এক ব‍্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হন।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি শুঁটকির ব্যবসার করতেন। জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। নিহতের স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় এ হত‍্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার ব্যাসায়িক কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন। আজ শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে।

একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার সাথে থাকা অপরজনও গুলিবিদ্ধ হন।

ইবাংলা বাএ

নামাজেপথেযাওয়ার