নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত

ইবাংলা ডেস্ক

জামায়াত নির্বাচনমুখী দল। যেকোনো সময় নির্বাচন হলে জামায়াত অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে যমুনা টিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সরকারের দুজন উপদেষ্টা ফেসবুক একাউন্টে তাদের ব্যাক্তিগত মন্তব্য করেছেন। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে জামায়াতে ইসলামির কোনো মন্তব্য নেই বলে জানান তিনি।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কি ভাবছে জামাতে ইসলাম এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে। আগে জাতির সামনে তাদের এই গণহত্যার বিচার হতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে তিনি বলেন, নির্বাচনে কোনো বল প্রয়োগ ও অসন্তোষ থাকবে না।

ইবাংলা বাএ

জামায়াতপ্রস্তুত