সোনার মাস্ক বানালেন ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সবাই মুখ ঢেকেছে মাস্কে।  অতিমারি আবহে মাস্কই এখন সবার নিত্যসঙ্গী।  তাই শাড়ি, গয়নার মতো মাস্কেও লেগেছে চমকের ছোঁয়া।  এবার মাস্ক তৈরি হলো সোনা দিয়ে।  যার বাজারমূল্য সাড়ে ছয় লাখ টাকারও বেশি।

শুক্রবার (১২ নভেম্বর) একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার এক ব্যবসায়ী অর্ডার নিয়ে ওই মাস্ক তৈরি করেছেন। ওই ব্যবসায়ীর জন্য মাস্কটি বানিয়ে দিয়েছেন স্থানীয় এক স্বর্ণকার।

আরও পড়ুন : করোনার তথ্য দিলেই পুরস্কার!

জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার বজবজের ব্যবসায়ী চন্দন দাস সোনার গয়না তৈরি করেন। গয়না বিক্রেতা মূলত ডিজাইনার গয়নাই তৈরি করেন। তিনিই সোনার মাস্কটি তৈরি করেছেন। এটির ওজন ১০৮ গ্রাম। মাত্র পনেরো দিনের মধ্যে সোনার মাস্কটি তৈরি করা হয়।

সোনার গয়না প্রস্তুতকারক জানান, করোনাকালে মাস্কই সকলের নিত্যসঙ্গী। তাই মাস্কে চমক দেওয়ার চেষ্টা করেছিলেন ব্যবসায়ী। সেই ভাবনা থেকেই সোনার মাস্ক তৈরি করেন। তবে সোনার মাস্কটি শুধু পরলে কোনো লাভ হবে না। তিনি জানান, প্রথমে একটি সার্জিক্যাল মাস্ক পরতে হবে। তার উপরে পরতে হবে সোনার মাস্কটি।

আরও পড়ুন : কারাগারেই বিয়ে করছেন অ্যাসাঞ্জ

তবে অভিনব এই মাস্ক ভাইরাল হয়ে যাওয়ার পরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই বলছেন, টাকা-পয়সা যে রয়েছে তা দেখানোর জন্য সোনার মাস্ক কিনেছেন ওই ব্যবসায়ী। আদৌ সোনার মাস্ক ভাইরাস রুখতে পারবে কিনা, তা নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন কেউ কেউ। আবার কারও কারও দাবি, “যে জিনিসটি কয়েকদিনের জন্য ব্যবহার করা হবে, তার পেছনে লাখ লাখ টাকা খরচ করা স্রেফ অযৌক্তিক ছাড়া আর কিছুই নয়।”

উল্লেখ্য, কলকাতার আগে মহারাষ্ট্রের পুণেতেও সোনার মাস্ক তৈরি হয়। যা গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তা নিয়ে চর্চা হয়েছিল যথেষ্টই। এবার মহারাষ্ট্রের পুণের স্বর্ণ ব্যবসায়ীকে টেক্কা দিলেন তিনি।

ইবাংলা/এএমখান/১৩ নভেম্বর, ২০২১

করোনাভাইরাসভারতসোনার মাস্ক
Comments (0)
Add Comment