কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দেয়ায় শীতের তেজ কিছুটা কমলেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ায় ক্রমেই যেন তা বাড়ছে। সোমবার (২৭ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে ঢাকা।
সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।বায়ুদূষণে বিশ্বের ১২৩ শহরের মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে ঢাকা।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে থাকা রাজধানী ঢাকার বাতাসের মানের স্কোর ২৬৬।
বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৩ শহরের মধ্যে তালিকার শীর্ষ দুইয়ে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২৩৫। এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।
এছাড়া তালিকার তিন নম্বরে ২০২ স্কোর নিয়ে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। এই মানও নগরবাসীর জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।