রাজধানীতে ৮ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

ইবাংলা ডেস্ক

রাজধানীতে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

এর আগে শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. জিহাদ সরদার (২২), রবিউল (২০), মো. স্বপন (২২), মো. কাঞ্চন (৪২), মো. নাজমুল হোসেন (২২), মো. মাসুদ রানা (২৪), মো. ফয়সাল (২০) ও মো. ইউসুফ আলী (১৮)।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ইবাংলা বাএ

গ্যাংয়েরগ্রেপ্তারসদস্য