ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা শুরু করার জন্য উইং অফ জায়ন বিমানে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।উইং অফ জায়ন বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন যে বৈঠকে ইসরায়েল ও এই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
এছাড়াও হামাসের বিরুদ্ধে বিজয়, ইসরায়েলের সমস্ত জিম্মিদের মুক্তি অর্জন এবং ইরানের সাথে মোকাবেলা করাসহ যাবতীয় অর্জন নিয়েও ট্রাম্পের সাথে কথা বলবেন তিনি ।