আ.লীগ নেতাকে ছিনতাই পাবনায় পুলিশের গাড়ি থেকে

ইবাংলা ডেস্ক

পাবনার সুজানগরে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে পুলিশের গাড়ি থেকে ছিনতাইয়ের ঘটনায় ১৬ জন আটক করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তেজা আলী খান।

তিনি বলেন, সুজানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে তার সমর্থকরা পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এতে ৮ পুলিশ সদস্য আহত হন। ওহাব ছাত্র আন্দোলনের সময় একাধিক মামলার পলাতক আসামি। এ ঘটনায় ১৬ জন আটক করা হয়েছে।

ইবাংলা বাএ

গাড়িথেকেপাবনায়পুলিশের